ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জঙ্গিদের ডেরায় ‘ট্রাইনাইট্রোফেনল’, অবাক গোয়েন্দারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
জঙ্গিদের ডেরায় ‘ট্রাইনাইট্রোফেনল’, অবাক গোয়েন্দারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ের বিস্ফোরণস্থলে আবারও তদন্ত চালালেন এন আই এ গোয়েন্দারা। এর আগে ঘটনাস্থলে লেড অ্যাজাইড ও অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক উদ্ধার করা হয়।



সূত্র জানায়, ঘটনা তদন্তে পুনরায় বিস্ফোরণস্থলে গিয়ে গোয়েন্দাদের হাতে এলো আরো শক্তিশালী বিস্ফোরক ‘ট্রাইনাইট্রোফেনল’।

ঘটনাস্থলে খাগড়াগড়ের একটি ঘরে কাঁচের পাত্রে হলুদ রঙের তরল এই পদার্থ দেখে রীতিমত বিস্ময় প্রকাশ করেন এন আই এ-এর কর্মকর্তারা।

তারা বলছেন, লেড অ্যাজাইড ও অ্যামোনিয়াম নাইট্রেটের চেয়েও বেশি শক্তিশালী এই বিস্ফোরক দ্রব্য।

সাধারণত এই বিস্ফোরক ব্যবহার করে বিভিন্ন দেশের সেনাবাহিনী। অন্য কারও হাতে এই মারাত্মক বিস্ফোরক থাকা সম্ভব নয়।

এদিকে তদন্ত অগ্রগতির সঙ্গে একের পর বিভিন্ন তথ্যই সামনে বেরিয়ে আসছে। গোয়েন্দারা মনে করছেন, একটি নয় একাধিক জঙ্গি সংগঠন একত্রিত হয়ে বড়সড় জঙ্গি-হানার ছক কষেছিল।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বর্ধমানে যাচ্ছেন। সেখানে জঙ্গিদের টাকার উৎস কী এবং কীভাবে লেনদেন হতো‌ তা খতিয়ে দেখবে।

তবে এরই মধ্যে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার নাম উঠে এসেছে তদন্তে । এসব স্বেচ্ছাসেবী সংস্থার হ‍াত ঘুরেই জঙ্গিদের হাতে টাকা গেছে বলে ই ডি-র সন্দেহ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা,  অক্টোবর ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।