ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে কালীপূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে কালীপূজা

কলকাতা: সনাতন ধর্মের বিভিন্ন আচার অনুসারে পশ্চিমবঙ্গে পালিত হচ্ছে কালীপূজা। বিভিন্ন বারোয়ারি পূজামণ্ডপসহ রাজ্যের বিভিন্ন মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।



কলকাতার বিখ্যাত কালীঘাটের মন্দিরে কালীপূজা উপলক্ষে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই সেখানে ভক্তদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেছে।

কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজায় যোগ দিচ্ছেন।

আদ্যাপীঠ কালী মন্দিরের কালি পূজা উপলক্ষে বিশেষ অর্চনার আয়োজন করা হয়েছে।

উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দির, ফিরিঙ্গি কালী মন্দিরসহ দক্ষিণ কলকাতার লেক কালীবাড়ি, ঢাকা কালীবাড়িতেও ব্যাপক লোকসমাগম হয়েছে।

দীপাবালী এবং কালীপূজা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দীপাবালী কাশ্মীরের বন্যা কবলিত মানুষদের সঙ্গে উদযাপন করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।