ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বোমা উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
পশ্চিমবঙ্গে বোমা উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

কলকাতা: বোমা উদ্ধার করতে গিয়ে দুষ্কৃতিদের ছোড়া বোমার আঘাতে হাসপাতালে ভর্তি হতে হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পারুই থানার প্রধান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।



জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে বীরভূম জেলার পারুই থানার প্রধান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নয়জনের একটি দল নিয়ে বীরভূমের একটি গ্রামে হানা দেন। অভিযানের শুরুতেই গ্রাম থেকে পুলিশের দিকে বোমা ছুড়তে থাকে দুষ্কৃতিরা।

একই সঙ্গে গ্রামের বেশ কিছু মানুষও জমা হয়ে পুলিশের দিকে ইট ও বোমা ছুড়তে থাকে। এতে বোমার আঘাতে পুলিশের গাড়ির উপরের অংশ উড়ে যায়।

আক্রমণ আরও তীব্র হলে পুলিশের দলটি এলাকা ছাড়ার চেষ্টা করলে পারুই থানার প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়।

এ ঘটনায় তিনি ছাড়া আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর কিছুক্ষণ পরেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাজির হন জেলার উচ্চতপদস্থ পুলিশ কর্মকর্তারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বীরভূমের একটি স্বাস্থ্য কেন্দ্রে অন্তত ২শ’টি তাজা বোমা ও প্রচুর বিস্ফোরকের সন্ধান পেয়েছে পুলিশ।

এ ঘটনায় পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে সিপিএম ও বিজেপি।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।