ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ধমান বিস্ফোরণে যুক্ত জেএমবি-এনআইএ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪
বর্ধমান বিস্ফোরণে যুক্ত জেএমবি-এনআইএ

কলকাতা: পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ের বিস্ফোরণে বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে সন্ত্রাসী ঘটনার তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)।

শুক্রবার (২৪ অক্টোবর)) এক সরকারি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করে সংস্থাটি।



বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশে পাচার ও ব্যবহার করার জন্য এই বিস্ফোরকগুলি তৈরি করা হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এছাড়াও এনআইএ জানিয়েছে, ভারত–বাংলাদেশ সীমান্তের ভারতের দিকের ৬টি জেলায় জঙ্গি জাল বিস্তার লাভ করেছে।

এনআইএ’র হাতে গ্রেপ্তার হওয়া দুই নারী জঙ্গি আমিনা ও রাজিয়াসহ অপর গ্রেপ্তার জঙ্গি বদ্রে আলামকে শুক্রবারেই এনআইএ’র হেফাজতে নেওয়া হয়েছে।
 

বিবৃতিতে সংবাদ মাধ্যমকে অনুরোধ জানানো হয়েছে, তদন্ত চলাকালীন তারা যেন এনআইএ’র দেওয়া সংবাদই শুধুমাত্র প্রকাশ করে।

শুক্রবার এনআইএ’র ডিজি শরদ কুমার বিস্ফোরণ স্থল পরিদর্শন এবং পুলিশ ও বিএসএফের অধিকারীদের সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।