ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা এলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৪
কলকাতা এলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল মুক্তার আব্বাস নাকভি

কলকাতা: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাকড়ায় গ্রাম দখলের লড়াই ঘিরে তিনজনের মৃত্যু ও বেশ কিছু বাড়ি পোড়ানোর ঘটনা সরজমিনে পর্যবেক্ষণ করতে পশ্চিমবঙ্গে এসেছেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

প্রতিনিধি দলটি বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাকড়া গ্রামে যাবেন।

এ দলের নেতৃত্ব দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র মুক্তার আব্বাস নাকভি।

এই দল গ্রামের পরিস্থিতি দেখে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রতিবেদন পেশ করবে।

বুধবার বাম প্রতিনিধি দল গ্রামে প্রবেশ করে পরিস্থিতি দেখতে চাইলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয় ও পরে গ্রেফতার করে।

কংগ্রেসের পক্ষে অভিজিত মুখোপাধ্যায়ের নেতৃত্বে অপর একটি দল গ্রামে ঢুকতে চাইলে তাদেরও বাধা দেওয়া হয়। পরে রাস্তায় বসে পড়ে প্রতিবাদ জানায় তারা।

মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতেই দিল্লি থেকে সরাসরি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি।

২৭ অক্টোবর গ্রাম দখলের লড়াই কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মাকড়া গ্রাম। সেখানে তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী লড়াই হয়। এ নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা,  অক্টোবর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।