ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মোদীর মন্ত্রিসভায় প্রথম বাঙালি বাবুল সুপ্রিয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
মোদীর মন্ত্রিসভায় প্রথম বাঙালি বাবুল সুপ্রিয়

কলকাতা: নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় প্রথম বাঙালি প্রতিনিধি হিসেবে পা রাখলেন সংসদ সদস্য ও গায়ক বাবুল সুপ্রিয়।

রোববার (০৯ নভেম্বর) তিনি প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

আর রাতের মধ্যেই বাবুল সুপ্রিয়র দফতর সম্পর্কে জানা যাবে।

এদিকে, বাবুল সুপ্রিয় মন্ত্রী পদ লাভ করায় পশ্চিমবঙ্গের বিজেপি নেতা এবং কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে রাজ্য বিজেপি’র সভাপতি রাহুল সিনহা বাংলানিউজকে জানিয়েছেন, বাবুল সুপ্রিয় মন্ত্রী হওয়ায় পশ্চিমবঙ্গের জন্য উন্নয়নের দরজা খুলবে।

তিনি আশা প্রকাশ করেন বাবুল সুপ্রিয়ের মতো একজন তরুণ নেতা রাজ্যের কথা কেন্দ্রে সঠিকভাবে পৌঁছে দিতে পারবেন।

বাবুল সুপ্রিয়ের মন্ত্রী হবার খবর আসতেই তার নির্বাচনী এলাকা পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি কর্মীরা উৎসব শুরু করেন।

পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের বিজেপি কর্মীরাও এই খবর আসার সঙ্গে সঙ্গে উৎসব শুরু করে দিয়েছেন বলে খবর পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।