ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব শুরু সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪
কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব শুরু সোমবার

কলকাতা: ২০তম কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হচ্ছে সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এ উৎসবের উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন।



প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌

উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে পুরো পরিবারের সদস্যরা মঞ্চে হাজির থাকবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান এবং বলিউডের বিগত দিনের অন্যতম নায়িকা তনুজা।

উৎসবের থালি গার্ল হিসেবে হাজির থাকবেন সুচিত্রা সেনের নাতনি রাইমা সেন।

এবারের উৎসবে থাকছে প্রয়াত মহানায়িকার চলচ্চিত্র নিয়ে বিশেষ আয়োজন। ‌

উৎসবে এবার মোট ছবির সংখ্যা ১৩৭টি। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত উৎসব চলবে। সমাপ্তি অনুষ্ঠান হবে নজরুল তীর্থে। ‌

উদ্বোধনী অনুষ্ঠানের পর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান‌। এরপর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে উদ্বোধনী ছবি ‘ইতালো বারোক্কো’।

উৎসব শুরুর আগের দিন রোববার (৯ নভেম্বর) থেকে নন্দন চত্বরসহ নেতাজি ইনডোর স্টেডিয়াম-সব জায়গাতেই সাজসাজ রব। ‌ চলছে শেষ মুহুর্তের কাজ। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে একে একে কলকাতায় হাজির হচ্ছেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।