ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ বাড়ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪
পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ বাড়ছে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে বাড়ছে শীত। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজ্যে মৌসুমের শীতলতম দিন রেকর্ড করা হয়েছে।

 

আবহাওয়া দফতর জানায়, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ভবিষ্যতে তা আরও কমে আসতে পারে।

আগামী সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গের কোনো কোনো জেলায় শৈত্যপ্রবাহ বাড়তে পারে। তবে এ বিষয়ে এখনও সরকারিভাবে কোনো সতর্কতা জারি করা হয়নি।

রাজ্যের আবহাওয়া দফতরের কর্মকর্তারা বলছেন, রাজ্যের দার্জিলিং জেলার তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উঠা-নামা করছে। কালিংপং-এর তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উত্তরবঙ্গে কুয়াশার দাপট দেখা যেতে পারে। আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরে হাওয়ার দাপট বাড়তে পারে।
 
সিকিম, উড়িশ্যা, বিহার, ঝাড়খণ্ড রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে। এতে এসব এলাকায় বেশ ঠাণ্ডা অনুভূত হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।