ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

অ্যাটলেটিকো দি কলকাতা’কে সংবর্ধনা দেবেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪
অ্যাটলেটিকো দি কলকাতা’কে সংবর্ধনা দেবেন মমতা

কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) জিতে সদ্য কলকাতায় ফেরা ফুটবল দল অ্যাটলেটিকো দি কলকাতা’কে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার (২৪ ডিসেম্বর) কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অ্যাটলেটিকো দি কলকাতা দলকে সংবর্ধনা দেবে রাজ্য সরকার।



এতে উপস্থিত থাকবেন, দলের অন্যতম মালিক ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ভারতে এই বছরই প্রথম চালু হয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কলকাতার দল অ্যাটলেটিকো দি কলকাতা।

আইএসএল বিজয়ী দল অ্যাটলেটিকো দি কলকাতার অন্যতম সদস্য হিসেবে ছিলেন বাংলাদেশের ফুটবলাবার মামুনুল ইসলাম।

এরআগে, আইপিল–এ কলকাতা নাইট রাইডার্স’কে সংবর্ধনা দিয়েছিল রাজ্য সরকার। সেখানে উপস্থিত ছিলেন, দলের অন্যতম মালিক শাহরুখ খান।

এবার মনে করা হচ্ছে আগামী বুধবারও তারকাদের ভিড় দেখা যাবে সংবর্ধনা অনুষ্ঠানে।

২০ ডিসেম্বর ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় অ্যাটলেটিকো দি কলকাতা। তারা শচীন টেন্ডুলকারের কেরালা ব্লাস্টার্স দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।