ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বিশেষ সতর্কতা জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
কলকাতায় বিশেষ সতর্কতা জারি

কলকাতা: ভারতের ব্যঙ্গালোর শহরের চার্চ স্ট্রিটের বিখ্যাত ‘কোকোনাট গ্রোভ’ রেস্তোরাঁর বাইরে বিস্ফোরণের পর সমগ্র কলকাতায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) ভারতীয় সময় রাত সাড়ে আটটার দিকে বিস্ফোরণের পর এ সতর্কতা জারি করা হয়।



বিস্ফোরণে এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সূত্র জানিয়েছে, বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। ইমপ্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস ব্যবহার করে এই বিস্ফোরণ করা বয়েছে। বিস্ফোরণের তদন্ত ভার নিতে পারে গোয়েন্দা সংস্থা এনআইএ। এ ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে আটক করা হয়েছে।

এ ঘটনার সাথে সাথে 'হাই এলার্ট' জারি করা হয়েছে কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে। কলকাতার পুলিশ কমিশনার সুরজিত কর পুরকায়স্থ জানিয়েছেন, কলকাতার নজরদারি ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ডগ স্কোয়াড ব্যবহার করে তল্লাশি চালাচ্ছে।

উৎসবের মওসুম হওয়ায় এমনিতেই কলকাতার নিরাপত্তা নজরদারি বেশ কয়েকগুণ বাড়ানো হয়েছিল। রোববার ব্যাঙ্গালোরের ঘটনার পর আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯ , ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।