ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা বইমেলায় থাকবেন শেক্সপিয়র-চ্যাপলিন!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
কলকাতা বইমেলায় থাকবেন শেক্সপিয়র-চ্যাপলিন!

কলকাতা: ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া কলকাতা বইমেলা জুড়ে থাকবেন উইলিয়াম শেক্সপিয়র ও চার্লি চ্যাপলিন! তবে সশরীরে নয়, মেলায় দু’জনকে বিশেষভাবে স্মরণ করা হবে।

সংগঠক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড-এর সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বাংলানিউজকে একথা জানান।



এদিকে মেলায় ‘অশোক কুমার সরকার স্মারক বক্তৃতা’ দেবেন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ লেখক জিয়া হায়দার।

এ বছর ধ্রুপদী লেখক উইলিয়াম শেক্সপিয়রের ৪৫০ তম ও অভিনেতা চার্লি চ্যাপলিনের ১২ তম জন্মবার্ষিকী।

দীর্ঘ ১৬ বছর পর গ্রেট ব্রিটেনকে ‘থিম’ গণ্য করে শুরু হতে যাচ্ছে এ বছরের কলকাতা বইমেলা।

এ উপলক্ষে মেলায় ‘ব্রিটিশ ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম’ –এর আকৃতিতে একটি গেট নির্মাণ করা হবে। অন্যদিকে মেলার একটি গেট নির্মাণ করা হবে চার্লি চ্যাপলিনকে উৎসর্গ করে।

ব্রিটিশ কাউন্সিল ও 'ওয়ালস আর্ট ইন্টার ন্যাশানল' –এর তরফ থেকে ভারত এবং ব্রিটেন লেখকদের একে অন্যের শহর ঘুরে দেখার একটি প্রকল্প হাজির করেছে। ‘ওয়ালকিং সিটিস’ নামে এ উদ্যোগের সূচনা হতে চলেছে কলকাতা বইমেলায়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।