ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সারদা কাণ্ডে ভারতের লোকসভার সাবেক সদস্য গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
সারদা কাণ্ডে ভারতের লোকসভার সাবেক সদস্য গ্রেফতার মাতঙ্গ সিংক

কলকাতা: ভারতের সারদা কাণ্ডে লোকসভার সাবেক সংসদ সদস্য ও কংগ্রেস নেতা মাতঙ্গ সিংকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) টানা আট ঘণ্টা জেরার পর তাকে গ্রেফতার করা হয়।



সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে- প্রতারণা, চক্রান্ত এবং অবৈধভাবে টাকার লেনদেন সংক্রান্ত অভিযোগে মাতঙ্গ সিংকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র জানায়, টাকার লেনদেনে ২৮ কোটি রুপির কোনো হিসাব দিতে পারেননি মাতঙ্গ সিং। এছাড়‍া মাতঙ্গ সিং তদন্তে অসহযোগিতাও করছিলেন।

এর আগে মাতঙ্গ সিং এবং তার প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংকে  জেরা করে এনফোর্মেন্ট ডাইরেক্টরেট।

বাংলাদেশ সময়: ০৪২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।