ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজ্যে তৃতীয় দফার ভোটে প্রার্থী ৪৮০ জন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

কলকাতা: মনোনয়নপত্র প্রত্যাহারের পর রাজ্যের তৃতীয় দফার ভোটে মোট ৪৮০ জন প্রার্থী বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন।

রাজ্য নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ‘আগামী ২৭ এপ্রিল তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হরে।

ওই দিন কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ পরগনার ৭৫টি বিধানসভা আসনে নির্বাচন হবে। ’

ইসি আরও জানিয়েছে, উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি কেন্দ্রে ১৯২ জন, দক্ষিণ ২৪ পরগনা জেলার ৩১টি কেন্দ্রে ১৯৪ জন ও কলকাতার ১১টি কেন্দ্রে ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

তিন জেলায় বামফ্রন্টের ৭৫ জন প্রার্থীর মধ্যে সিপিএম ৬১, ফরওর্য়াড ব্লক ৭, আরএসপি ৩, সিপিআই ৩ এবং রাষ্ট্রীয় জনতা দলের ১ জন রয়েছেন।

অন্যদিকে, বিরোধী জোটের ৭৭ প্রার্থীর মধ্যে তৃণমূল ৭০, কংগ্রেস ৫ ও এসএউসি ২টি কেন্দ্র প্রার্থী দিয়েছে।

এখানে উল্লেখ করার মতো বিষয় হলো- জোটে থাকলে দক্ষিণ ২৪ পরগনার জযনগর ও কুলতলি কেন্দ্রে কংগ্রেস এবং এসএউসি পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এছাড়া বিজেপির ৭৫ জন ও বহুজন সমাজ পার্টির ৫১ জন প্রার্থী রয়েছেন। অন্যান্য দল ও নির্দল প্রার্থীর সংখ্যা ২০২ জন।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।