ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে মনমোহন সিং ॥ বামদের তীব্র সমলোচনা

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১
পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে মনমোহন সিং ॥ বামদের তীব্র সমলোচনা

কলকাতা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জোট প্রার্থীদের পক্ষে শনিবার নির্বাচনী জনসভায় অংশ নেন। মাত্র পাঁচ ঘণ্টার সফরে তিনি দুইটি জনসভায় বক্তব্য রাখেন।



দুপুর ১২টায় বিশেষ বিমানে প্রধানমন্ত্রী কলকাতায় পৌঁছান। এরপর তিনি হেলিকপ্টারে করে কাটেয়া যান। সেখানে জনসভা সেরে বিকাল ৩টায় দমদম বিমানবন্দর লাগায়ো সেন্ট্রাল জেলের মাঠে জনসভা করে দিল্লি ফিরে যান।

কাটেয়ায় মনমোহন কংগ্রেস প্রার্থী প্রবীণ কংগ্রেস নেতা রবীন্দ্র চট্টোপাধ্যায়ের সমর্থনে বক্তব্য রাখেন।

দমদমে তৃণমূল প্রার্থী নাট্যকার ব্রাত্য বসুর পক্ষে প্রচারে অংশ নেন। এটি তৃণমূল ও কংগ্রেস জোটের প্রথম যৌথ জনসভা।

এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জি, অর্থমন্ত্রী প্রণব মুখার্জি প্রমুখ। জনসভায় মমতা ব্যানার্জিকে আগামীর মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করেন মনমোহন সিং।

দুইটি জনসভাতেই রাজ্যের শাসকদল বামফ্রন্টের তীব্র সমলোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা উন্নয়নের জন্য খরচ করতে পারেনি রাজ্য সরকার। ’

ভারতীয় প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলিমরা পিছিয়ে আছে। তাদের কোনো সরকারি চাকরি হয় না। আমরা মুসলিমদের উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি।

তিনি বলেন, আমরাই পারি পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে।

কবিগুরুর সার্ধশতবর্ষের অনুষ্ঠানের উল্লেখ করে তিনি বলেন, পুরো বছর জুড়ে বাংলাদেশ এবং ভারত যৌথভাবেই এই অনুষ্ঠান করবে।  

এ ব্যাপারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মনমোহন সিং।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।