ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার নিউমার্কেটে বিজেপি-পুলিশ সংঘর্ষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫
কলকাতার নিউমার্কেটে বিজেপি-পুলিশ সংঘর্ষ

কলকাতা: কলকতার নিউমার্কেট এলাকায় পুলিশের সঙ্গে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১১ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।

বিজেপি কর্মীরা মিছিল নিয়ে কলকাতা পৌরসভা কার্যালয়ের দিকে যেতে চাইলে এ ঘটনা ঘটে।

কলকাতা পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অনিয়ম ও ব্যর্থতার অভিযোগে এ মিছিল বের করে বিজেপি। মিছিলটি পৌরসভার সামনে গেলে তা আটকে দেয় পুলিশ।

এ সময় বাকবিতণ্ডায় জজড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা ডিসি (সেন্ট্রাল) ডি পি সিং মাইকে বিজেপি কর্মীদের সরে যেতে নির্দেশ দেন।

কিন্তু বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। ইটের আঘাতে ডিসি সেন্ট্রাল ডি পি সিং-এর মাথায় জখম হয়। আহত হন পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ।

বিজেপি নেতারা জানান, লাঠিচার্জে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

এদিকে এ ঘটনার কিছুক্ষণ পর নিউ মার্কেট বাজারের অদূরে থানার সামনে আরও এক দফা বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া যায়।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।