ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শান্তিনিকেতনে রবীন্দ্রভবন নির্মাণ

প্রথম দফার ২৫ লাখ রুপি দিলো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৫
প্রথম দফার ২৫ লাখ রুপি দিলো বাংলাদেশ

কলকাতা: বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের হাতে শান্তিনিকেতনে প্রস্তাবিত রবীন্দ্রভবন নির্মাণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম দফার ২৫ লাখ রুপি তুলে দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, যুগ্ম সচিব জিকরুল রেজা খানু, প্রধান আর্কিটেক্ট আলি আশরাফ দেওয়ান এই অর্থ বিশ্বভারতীর  উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের হাতে তুলে দেন।



দেড় লাখ বর্গফুটের দু’তলা বিশিষ্ট এ ভবনে থাকবে শিলাইদহসহ বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত ও তার সম্পর্কিত বিভিন্ন জিনিস।

এই ভবনে আরও থাকবে গবেষণার ব্যবস্থা, মিউজিয়াম, লাইব্রেরি, অডিটোরিয়াম, ক্যাফেটেরিয়া প্রভৃতি।

এতে রবীন্দ্রচর্চা ও গবেষণা সংক্রান্ত সমস্ত কাজের ক্ষেত্রে দেশ-বিদেশের রবীন্দ্র অনুরাগীদের সুবিধা হবে বলে জানানো হয়েছে।

ভবন নির্মাণের আনুমানিক খরচ ধরা হয়েছে ২৫-৩০ কোটি টাকা। বাংলাদেশ সরকার এর সম্পূর্ণ ব্যয় বহন করবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৬ মার্চ, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।