ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল সফর নিয়ে রাজনাথের সমালোচনায় মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
ছিটমহল সফর নিয়ে রাজনাথের সমালোচনায় মমতা

কলকাতা: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের ছিটমহল সফর নিয়ে সমালোচনা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মঙ্গলবার (৩১ মার্চ) কোচবিহার অঞ্চলের ছিটমহলগুলি সফর করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।



রাজনাথ সিংয়ের সফরসঙ্গী ছিলেন বিজেপির কয়েকজন সংসদ সদস্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, এই সফর সরকারি নাকি রাজনৈতিক।

মমতার দাবি, এই সফরের কথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যকে জানাননি।

তিনি বলেন, রাজ্য সরকারকে না জানিয়ে এই সফর গণতান্ত্রিক কাঠামোর পদ্ধতিকে আঘাত করেছে।

মমতা মনে করিয়ে দিয়েছেন, ছিটমহল ও আইন-শৃঙ্খলা ভারতের সাংবিধানিক কাঠামোতে রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়।

তবে মমতা বন্দ্যোপাধ্যায় ছিটমহল হস্তান্তরের বিষয়ে নৈতিক সমর্থন জানিয়েছেন। ভারত সরকারও বিষয়টির সমাধানে তাদের সদিচ্ছার কথা জানিয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।