ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মমতার প্রশংসায় ইটালির অর্থনীতিবিদরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৯ ঘণ্টা, জুন ২৬, ২০১৫
মমতার প্রশংসায় ইটালির অর্থনীতিবিদরা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা আবার সমাদৃত হলো বিশ্বের দরবারে। মমতার পরিকল্পনায় পশ্চিমবঙ্গের শিশুদের জন্য ‘কন্যাশ্রী’ প্রকল্প এর আগে বিশ্বের বিভিন্ন দেশে অভিনন্দিত হয়েছিল।



এবার ইটালির অর্থনীতিবিদরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অপর এক প্রকল্প ‘ফেয়ার প্রাইস শপ’র ভূয়সী প্রশংসা করলেন।

ইতালির মিলানের ‘ওয়ার্ল্ড কংগ্রেস অব ইন্টারন্যাশনাল হেলথ ইকনমিকস অ্যাসোসিয়েশন’র সম্মেলনে এ নিয়ে একটি প্রতিবেদন দেখানো হবে। শুক্রবার (২৬ জুন) নিজের ফেসবুক পেজে এ বিষয়টি লিখে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এসব ফেয়ার প্রাইস শপে বাজার থেকে প্রায় ৬০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। পশ্চিমবঙ্গে সরকারি ৯৯টি হাসপাতালে এ ফেয়ার প্রাইস শপ রয়েছে।

এছাড়াও রয়েছে ৫৮টি ফেয়ার প্রাইস ডায়াগনেস্টিক সেন্টার। যেখানে বাজারের থেকে অনেক কম খরচায় বিভিন্ন পরীক্ষা করাতে পারেন সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, ২৬ জুন, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।