ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর জামিন নামঞ্জুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর জামিন নামঞ্জুর পরিবহন মন্ত্রী মদন মিত্র

কলকাতা: পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী মদন মিত্রের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সারদা আর্থিক কেলেঙ্কারি মামলায় আট মাসের বেশি সময় ধরে জেলে বন্দি মদন মিত্র।

এর আগে তিনবার কলকাতা উচ্চ আদালতের তিনটি বেঞ্চ এ মামালার বিচার করতে অস্বীকার করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কলকাতা উচ্চ আদালতে মদন মিত্রের হয়ে শুনানি করেন প্রখ্যত ‍আইনজীবী ও জাতীয় কংগ্রেসের প্রথম সারির নেতা কপিল সিব্বল।

মদন মিত্রের তরফে শুনানি করতে গিয়ে কপিল সিব্বল বলেন, যদি জামিনের শর্ত হিসেবে মদন মিত্রকে মন্ত্রিত্ব ছাড়তে হয় তাতেও তিনি রাজি আছেন।

তারপরও কলকাতা উচ্চ আদালতের দুই বিচারপতি নিশা মাত্রে ও আশা অরোরার বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।