কলকাতা: গত ৭ বছরের রেকর্ডকে ভেঙে এক দিনে সর্বোচ্চ পতন হয়েছে ভারতের শেয়ার বাজারে। সোমবার (২৪ আগস্ট) মুম্বাই শেয়ার বাজারের সূচক সেনসেক্সের পতন হয়েছে ১৬২৪ পয়েন্ট।
শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, ২০০৮সালের বিশ্ব মন্দার সময় এমন পতন হয়েছিল ভারতের শেয়ার বাজারে।
দর পতনের মধ্যেই বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বিবৃতি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রঘু রাজন।
চীনের অর্থনীতিতে টালমাটালের ফলেই ভারতীয় শেয়ার বাজারে এই পতন বলে মনে করা হচ্ছে। ভারতের সঙ্গে এশিয়ার অন্যান্য বাজারেও পতন হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ইউরোপের বাজার খোলার সঙ্গে সঙ্গেই এ দৃশ্য নজরে এসেছে।
এদিকে শেয়ার বাজারে দর পতনের সঙ্গে সঙ্গে পড়ে গেছে রুপির দামও। ডলারের বিপরীতে রুপির বর্তমান দাম ৬৬.৬৪ তে দাঁড়িয়েছে।
গত এক সপ্তাহ আগেও ১ ডলারের বিপরীতে ছিল ৬৪.৫০ রুপি। ভারতে রুপির বিপরীতে টাকার দাম দাঁড়িয়েছে ৮৬ পয়সায়।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থা দেখে মনে হচ্ছে আর কয়েকদিন ভারতীয় শেয়ার বাজারে পতনের ধারা অব্যাহত থাকবে।
তারা বলেন, একদিকে বিশ্ব বাজারে পতনের ফলে বিদেশি বিনিয়োগকারীদের চলে যাওয়া, অন্যদিকে রুপির দামের পতনের কারণে বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় শেয়ার কেনার প্রতি অনাগ্রহ- এই দুই কারণ ভারতের বাজারকে কিছুদিন সমস্যার মধ্যে রাখবে।
‘তবে দেশীয় অর্থনীতির পরিপ্রেক্ষিতে আশঙ্কার কোনো কারণ না থাকলেও বিশ্ব বাজারের প্রভাবে কিছুটা চাপে থাকবে ভারতীয় শেয়ার বাজার,’ মত দেন বিশেষজ্ঞরা।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৫
ভিএস/এমএ