কলকাতা: কলকাতার ‘মাদার ওয়াক্স মিউজিয়াম’-এ বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি উন্মোচন করা হচ্ছে।
শুক্রবার (০৯ অক্টোবর) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূর্তির আবরণ উন্মোচন করবেন।
এ সময় কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার জকি আহাদ, প্রথম সচিব (প্রেস) মোফাক্কুরুল ইকবালসহ পশ্চিমবঙ্গ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মূর্তি নির্মাণ নিয়ে বেশ উৎসাহী ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার উৎসাহেই এ মূর্তি নির্মাণ করা হয়েছে।
বঙ্গবন্ধুর এ মূর্তি তৈরির মাধ্যমে দুই বাংলার সম্পর্ক আরও গাঢ় হবে বলে মনে করছেন তারা।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
ভিএস/এমএ