ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওয়েলকাম টু ভুটান

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ওয়েলকাম টু ভুটান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফুয়েন্টসোলিং, ভুটান থেকে: বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিঅাইএন) মৈত্রী র‌্যালি প্রবেশ করলো ভুটানে। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) রাত সোয়া দশটায় ভারতের জায়গুন সীমানা পার হয়ে ভুটানের ফুয়েন্টসোলিংয়ে অাসে র‌্যালি।



এসময় ফুয়েন্টসোলিংয়ের মেয়র সেতোন্দ্রঞ্জী (Tsetendronji), সাব ডিভিশনাল অফিসার রালগায়তোদেন (Ralhlgaytoden) ও ভারতীয় কনস্যুলার জেনারেল রাইডারদের উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে নেন। ভুটানের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়।  

রাইডাররা শুক্রবার রাতে এখানকার পার্ক হোটেলে অবস্থান করবেন। এর অাগে শুক্রবার সকালে মেফেয়ার স্পা অ্যান্ড রিসোর্ট থেকে ফ্ল্যাহ অফ হয় র‌্যালির। হাজার মিটার ওপরের পাহাড়ি ঢাল ধরে ২০টি গাড়ির বহর পৌঁছায় জয়গাঁ।

ন্যাশনাল হাইওয়ে ৩১/এ, সিকিম হাইওয়ে ১২, ন্যাশনাল হাইওয়ে ৩১/সি ধরে র‌্যালি পৌঁছায় ভুটানে। গ্যাংটকের পর পেদং, রিশপ, লাভা, চালসা পাড়ি দেয়। এই ২৩৬ কিলোমিটার পথ পুরোটাই পাহাড়ি। এ পথে এগোনো খুব সহজ ছিল না। কয়েক ঘণ্টা পথে ৫ থেকে ১০ কিলোমিটারের বেশি গতি ওঠানো যায়নি। ফলে পরিকল্পিত সময় ৮ ঘণ্টা ধরা হলেও সময় লেগে যায় ১৪ ঘণ্টা।

ভারতের সীমানা ঘেঁষা শহরে এখন তাপমাত্রা জলপাইগুড়ি জেলার মতোই। খুব বেশি শীত বলা যাবে না। ২৩ বা ২৪ ডিগ্রি সেলসিয়াস হবে। তবে শনিবার (২১ নভেম্বর) থিম্পুতে পৌঁছানোর পথেই ঠাণ্ডা জেকেঁ বসবে বলবে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাত্র ১৬৮ কিলোমিটার পথ হলেও পাহাড়ী শীতল এ পথে যেতে ১০ ঘণ্টার বেশি সময় লেগে যাবে বলে ধারণা করা হচ্ছে। দুপুরে দান্তাক ক্যান্টিনে খাবার গ্রহণ করবেন রাইডাররা।

এরই মধ্যে এক হাজার ৭৫৭ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিঅাইএন) মৈত্রী র‌্যালি।

র‌্যালিতে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব নিরোধ চন্দ্র মণ্ডলের নেতৃত্বে ৬ সদস্যের দলে রয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সেকেন্ড সেক্রেটারি মোহাম্মদ শহীদুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রেড ফরোয়ারডার্স অ্যাসোসিয়েশনের পরিচালক (পোস্ট অ্যান্ড কাস্টমস) সাইদ মো. বখতিয়ার, শ্যামলী পরিবহনের ম্যানেজার নয়ন কুমার রায় এবং বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট মাজেদুল হক।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
এমএন/জেডএস

** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।