ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রাজার জন্মদিন বলে কথা

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
রাজার জন্মদিন বলে কথা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থিম্পু, ভুটান থেকে: ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ৬০ তম জন্মদিন গেলো গত ১১ নভেম্বর। কিন্তু এ উপলক্ষে খানাপিনা কিন্তু শেষ হবে না! চলবে দুই সপ্তাহ অর্থাৎ আগামী ২৫ নভেম্বর পর্যন্ত।



ভুটানে রাজার সম্মান বরাবরই অটুট। সব অফিস-আদালত, দোকানপাট থেকে শুরু করে কোটপিন বা ঘো’র ব্যাজেও থাকে রাজা-রানির ছবি। রানির নাম জেতসুন পেমা ওয়াংচুক।

রোববার (২২ নভেম্বর) বিকেলে ন্যাশনাল মেমোরিয়াল চোয়েথেনে গিয়ে দেখা যায়, খাবারের এক এলাহী কাণ্ড। এই চোয়েথেন ১৯৭২ সালে প্রতিষ্ঠা করেন রানী ফুনৎসো ওয়াংচুক।

প্যাগোডায় মানুষ চক্কর খেয়ে প্রার্থনা করছেন। আর এরপরেই রয়েছে খাবারের আয়োজন। আবার অনেক শিশুরাও এসেছে দাদা-দাদীর হাত ধরে। প্যাগোডার উন্নয়নে টাকা দিতেও দেখা গেলো অনেককে।

প্যাগোডার নিরাপত্তার দায়িত্বে থাকা নারী পুলিশ কর্মকর্তা সোনাম বাংলানিউজকে বলেন, রাজার জন্মদিন উপলক্ষে এ খাবার চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। শহরে এ ধরনের আরও চোয়েথেন রয়েছে। তবে এখানে ভিড় বেশি হয় বিকেলে। প্রবীণরাই এখানে আসেন বেশি।

ভুটান ইমিগ্রেশন কর্মকর্তা ও বিবিআইএন র্যালির সহযাত্রী থিংসলের দেওয়া তথ্য মতে, ভুটানে দারিদ্র্যতার হার সাত শতাংশের কম। এখানে নাগরিকদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে থাকে সরকার।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমএন/এসএস

** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।