ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

থিম্পু, ভুটান থেকে: ফুয়েনসলিং থেকে থিম্পু যাওয়ার পথে র‌্যালির রেডিওতে সবচেয়ে অালোচিত বিষয় ছিল বিদেশিরা কিভাবে ভুটানি মেয়েদের বিয়ে করতে পারেন। এটা নিয়েই ছিল হাস্যরস।

সেটা ছিল ভুটানের প্রথম দিন। তবে দু’দিন অতিক্রম করে এখন সেই শখ অনেকেরই উবে গেছে। অন্তত যারা চিন্তা করতে পারেন না, তার বান্ধবী সারাদিন মুখে পান রেখে চিবোচ্ছে।

এদেশে ধূমপান হারাম। কিছু পানের দোকানে সিগারেট বিক্রি হয়। কোনো ক্রেতা সিগারেট খুঁজলে দোকানি মুখে অাঙ্গুল দিয়ে সো সো শব্দ করে অাশে পাশে তাকাবেন। 'অাস্তে বলুন'।   এরপর খুবই নিম্নমানের সিগারেট কিনতে হবে বেশি দামে।

দেশটির মন্ত্রী, সচিব থেকে শুরু করে আমজনতার মুখে সারাক্ষণই পান-সুপারি। জর্দা বা চুনে অভ্যস্ত নন তারা। লাল হয়ে থাকে মুখ। রাস্তার মোড়ে নির্দিষ্ট কর্নার রয়েছে পানের পিক ফেলার। লাল হয়ে থাকে সেখানটা। তবে ধূমপানের কোনো কর্নার নেই।

রোববার (২২ নভেম্বর) রাতে নৈশভোজে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা দোমা বাংলানিউজকে বলেন, এখানে দোকানে সিগারেট বিক্রি নিষিদ্ধ। কেউ ভারত থেকে সিগারেট নিয়ে ঢুকতে চাইলে ২০০ শতাংশ ট্যাক্স দিতে হয়।

তিনি বললেন, পান-সুপারি এখানকার ঐতিহ্য এবং মজাদার। যেকোনো জাতীয় অনুষ্ঠানে পান-সুপারি দিয়েই অাপ্যায়ন করা হয় অতিথিদের।

ভুটানে সিগারেট বিক্রির অপরাধে দোকান কর্তৃপক্ষকে ১০ হাজার গুলট্রাম (ngultrum) জরিমানা দিতে হয়। দ্বিতীয়বার একই অপরাধ করলে অাদালতে গড়ায় বিষয়টি।

দোমা বলেন, কেউ বাইরে থেকে সিগারেট নিয়ে এসে খেতে পারেন। তবে সেটা পাবলিক প্লেসে নয়। পাবলিক প্লেসে ধূমপানের অপরাধে প্রথমে ৫০০ গুলট্রাম, দ্বিতীয়বার ১ হাজার গুলট্রাম এবং এরপর অাদালতে গড়ায় বিষয়টি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
এমএন/এএসআর

** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।