ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

যে দেশে সুখটাই প্রধান

মাজেদুল নয়ন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
যে দেশে সুখটাই প্রধান ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মংগার, ভুটান থেকে গৌহাটি, ভারতের পথে: একবার ভাবুনতো, দক্ষিণ এশিয়ার কোনো অপরিচিত পথচারী তরুণীকে অনুরোধ জানালানে, ‘তোমার সঙ্গে একটা সেলফি তুলতে চাই’।

ফলাফলটা আপনার পক্ষে আসবে, এমন সম্ভাবনা দশমিক ০১ শতাংশ।

তরুণীর কড়া চাহনি মোকাবেলা করবেন কিভাবে, অনেক সময় সেটা ভাবারও সময় হয়ত পাবেন না।

কিন্তু ভুটানি নারীরা আপনাকে হাসি দিয়েই গ্রহণ করবেন। সেলফি তোলার অনুরোধ তো রাখবেনই, সেই সঙ্গে ছবিকে আরও প্রাণবন্ত করে তুলবেন প্রফুল্ল হাসি দিয়ে।

এখানকার মানুষরা হাসতে জানে। পথে যেই হোক, হাত নাড়িয়ে অভিবাদন জানাতে ভুলবে না। ভুটানের মানুষের সবচেয়ে বড় সম্পদ তাদের সুখ। তাইতো প্রতিবছর সুখের পরিমান বাড়া-কমার জরিপ করা হয়। যার নাম- হোয়্যার হেপিনেস ইজ অল।

এবার ভাবুন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পুলিশকে আপনি অনুরোধ করলেন- ভাই, আমার একটি ছবি তুলে দেবে, চলো রাস্তার ওপারে যাই। ডাণ্ডার মার খেয়ে ঠাণ্ডা হয়ে যেতে পারেন আপনি। তবে ভুটানের পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গেই রাজি। শুধু ট্যুরিস্টদের জন্য নয়, দেশটির জনগণের জন্যও। তাইতো লাঠি-অস্ত্র ছাড়াই পুলিশ তারা।

অবশ্য ভুটানের ইমিগ্রেশন কর্মকর্তা থিংলে আগেই বলেছিলেন, এখানে তো অপরাধ হয় না। অস্ত্র দিয়ে কী করবে তারা!

এখানকার নারী-পুরুষ-শিশু সবাই হাসেন। এখানে মন্দিরে বা পার্কে কোনো মানুষের সঙ্গে কথা বলবেন, তারা হাসতেই থাকবে। প্রথমে মনে হচ্ছিল, উন্নত দেশগুলোর মানুষের মতোই কৃত্রিম হাসি। কিন্তু যখন দেখবেন নিজেদের মধ্যেও হাসিতে গড়াগড়ি খায় তারা, বুঝবেন এরা আসলেই সুখী।

জনগণকে সুখী রাখার জন্য চেষ্টার কমতি নেই দেশটির সরকারেরও। তাইতো চিকিৎসা খরচ শতভাগ ফ্রি। আর যতো প্রত্যন্ত অঞ্চলই হোক ৪ বছরের শিশুও আপনার সঙ্গে ইংরেজিতে উত্তর দেবে। কারণ শিক্ষা বাধ্যতামূলক এবং বিনা খরচে।

ভুমতাংয়ে যাওয়ার পথে থামা হয় চোংখা গ্রামে। মায়ের কোলে যে ছয় মাসের শিশু, সেও হাত নাড়িয়ে অভিবাদন জানায়। ছবি তুলতে চাইলে, শিশুর দাদি পর্যন্ত এগিয়ে এসে অভিবাদন জানান।

ভুমতাংয়ে সত্তরোর্ধ্ব বৃদ্ধা ফিনামচি থেং সাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন, তার সঙ্গে ঐতিহ্যবাহী টুগবো পান করার।

ভুটানের সবচেয়ে কোন বিষয়টা আমাদের মুগ্ধ করেছে জানতে চাইলে এক কথায় সব রাইডারদের উত্তর, ‘দ্য কিডস আর ভেরি মাচ স্মার্ট অ্যান্ড লাভলি’।

পথ দিয়ে যাওয়ার সময় মায়ের পিঠে বাঁধা অবস্থায়ই র‌্যালিকে ‘হাই’ বলে হাত নেড়ে অভিবাদন জানায় তারা। ছুড়ে দেয় ভুবন ভোলানো হাসি।

ভুটানের পথে পথে দেখা মিলবে সাদা ফ্ল্যাগ এবং মন্ত্র লেখা ফ্ল্যাগের সারি। এর মাধ্যমে সুখ আর শান্তিকে আহ্বান জানান তারা। এই বুঝি রাজার রাজ্যের সুবিধা। কারণ যতো রাজনীতিই থাকুক, রাজার প্রতি আনুগত্য সবারই সমুদ্রসম।

থিংলে জানান, এ দেশে দারিদ্র্যের হার ৭ শতাংশের কম। কারণ দুর্গম অঞ্চলে অনেক সময় সব সেবা পৌঁছে না।

সুখের মূল চাবিকাঠি কী? জানতে চাইলে দেশটির তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা দোমার সরল উত্তর, তোমার চাহিদা কম থাকলেই তুমি সুখী।

এ কারণেই ভুটানে দেখা মিলবে না সুউচ্চ বাণিজ্যিক বা বাসভবনের, দামি গাড়ির। কিন্তু পাবেন সরলতায় ভরা হাসি আর সুখী মানুষদের দেখা।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৫
আরএম

** আবারও ভারতের উদ্দেশে যাত্রা
** ভুটানে শেষ রাত, মনগারে র‌্যালি
** ১৩শ ফুট ওপরে বরফ মাড়িয়ে ছুটে চলা
** বিদায় ‘ভ্যালি অব বিউটিফুল গার্লস’
** ভুনতাংয়ের ঠাণ্ডায় তুগবোর উত্তাপ
** ইয়াকের দেখা মিললো উরা উপত্যকায়
** মাইনাস ৮ ডিগ্রি তাপমাত্রার ভুমতাংয়ে
** অস্ত্রহীন পুলিশ, সিগন্যাল ছাড়া ট্রাফিক
** পান চাবানোর দেশে স্মোক ইজ ক্রাইম!
** থিম্পুতে ফ্ল্যাগ অফ করলেন ধুনজেল
** থিম্পুতে বুদ্ধের দীর্ঘ বসা মূর্তি
** অাঞ্চলিক সম্পর্ক মজবুত করবে বিবিঅাইএন এমভিএ
** যান চলাচল শুরু মানেই বাণিজ্য সম্প্রসারণ
** ড্রাগনের শহরে
** চুজুম নদীর স্রোতে
** সুখের শহরে যাত্রা
** হিমালয় রাজ্যের সকাল
** ওয়েলকাম টু ভুটান
** মেঘে ভাসা কালিম্পং হয়ে গোরবাথানাত
** মায়াবতী সিকিমের উপত্যকা জীবন
** বাই বাই সিকিম....
** শুধু র‌্যালি নয়, বন্ধুত্বের বিনিময়
** আর যদি কখনো যাও আমার কালিম্পং...
** রাইডারস আর ওয়ে টু গ্যাংটক
** দীর্ঘতম পথ পাড়ি দিয়ে শিলিগুড়িতে রাইডাররা
** হাওটায় সূর্যস্নান
** নেতা হতে আসতে হবে গান্ধী ময়দান
** ছট পূজার মধ্যে গঙ্গা পেরোলো র‌্যালি
** র‌্যালি পৌঁছালো পাটনা
** বিহারের পথে ধাবায় চা
** দ্রৌপদী মুরমু’র অাশীর্বাদ নিয়ে রাঁচি ছাড়লো র‌্যালি
** ওড়িষ্যা-ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী ৫ নাচ (ভিডিও)
** ৫৩৪ কিমি পাড়ি দিয়ে র‌্যালি এখন রাঁচিতে
** মহারাজার পথে পথে সংবর্ধনা
** তাদের জন্য যত ভক্তি
** ভুবনেশ্বর থেকে রাঁচির পথে মোটর র‌্যালি
** মন্দিরের শহরে...
** ওড়িশায় বিবিআইএন র‌্যালির উদ্বোধন
** পুরির বাতাসে....
** ১৯ দিনে ৩ দেশে ৪২২৩ কিলোমিটার মোটর র‌্যালি
** বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল মৈত্রী মোটর র‌্যালিতে মাজেদুল নয়ন
** আই.আই..আই...চেন্নাই এক্সপ্রেস!
** রামহরি মিস্ত্রী লেনের কথা
** রাস্তায় দাঁড়িয়ে স্যান্ডউইচ আর ভেলপুরি
** নিউমার্কেটে হ্যাপি দিওয়ালি
** পুরুষ প্রবেশ নিষেধ
** ‘আমি সীমানায় বিশ্বাসী নই’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।