ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় গাঁজা পাচারের দায়ে ১০ বছরের কারাদণ্ড

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আগরতলায় গাঁজা পাচারের দায়ে ১০ বছরের কারাদণ্ড ছবি: প্রতীকী

আগরতলা: গাঁজা পাচারের দায়ে গৌতম দাস নামে এক ব্যক্তিকে দশ বছরের কারাদণ্ড ও এক লাখ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ ১৭ হাজার টাকা) জরিমানা করেছেন আগরতলার জেলা ও দায়রা আদালত। অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।



বুধবার (০২ ডিসেম্বর) আগরতলার জেলা ও দায়রা আদালতের বিচারক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, গৌতম দাস আগরতলার পার্শবর্তী এয়ারপোর্ট থানার নারায়ণপুর এলাকার বাসিন্দা। ২০১৩ সালের ২৩ নভেম্বর ত্রিপুরার সিপাহীজলা জেলার তকসা পাড়া থেকে একটি গাড়িতে করে প্রচুর পরিমাণ গাঁজা নিয়ে আসছিলেন। সেসময় রাজধানীর বাধারঘাট এলাকায় পুলিশের রুটিন তল্লাশিতে তিনি গাঁজাসহ ধরা পড়েন।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
ওএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।