ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় আরও এক পাকিস্তানি গুপ্তচরের বাড়িতে অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
কলকাতায় আরও এক পাকিস্তানি গুপ্তচরের বাড়িতে অভিযান ছবি: সংগৃহীত

কলকাতা: আরও এক পাকিস্তানি গুপ্তচরের সন্ধানে কলকাতার একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা। তবে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি।



সোমবার (৭ ডিসেম্বর) পুলিশ ও স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় মহম্মদ ইলিয়াস আনসারির বাড়িতে অভিযান চালায়।

ইলিয়াসকে বাড়িতে না পাওয়া গেলেও পাওয়া যায় ভারত সরকারের অনেক নথি। জানা যায়, কিছুদিন আগে ইলিয়াস আনসারি ও তার স্ত্রী জার্মানি চলে গেছেন।

এ ঘটনায় ইলিয়াস আনসারির ভাই ফারুক আনসারিকে গ্রেফতার করেছে পুলিশ। ফারুক আনসারি কোনোভাবে গুপ্তচর কার্যকলাপের সঙ্গে যুক্ত কিনা সে বিষয়ে তাকে জেরা করছে পুলিশ।

গত ১৪ নভেম্বর প্রথম কলকাতায় এক পাকিস্তানের গুপ্তচরকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই এ ধরনের অভিযান অব্যাহত রেখেছে ভারত সরকার।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
ভিএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।