ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণের অভিযোগে দল-পদ ছাড়তে হলো ত্রিপুরার বিধায়ককে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ধর্ষণের অভিযোগে দল-পদ ছাড়তে হলো ত্রিপুরার বিধায়ককে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ধর্ষণের অভিযোগে সি পি আই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য এবং ত্রিপুরার বীরগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন আচার্যকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

পাশাপাশি দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে তাকে রাজ্য বিধানসভার সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।



দলের নির্দেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) মনোরঞ্জন আচার্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সি পি আই (এম) দলের রাজ্য কমিটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার (৮ ডিসেম্বর) নিজ এলাকায় দলীয় কার্যালয়ে দলের সদস্য এক নাবালিকা বালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে মনোরঞ্জন আচার্যের বিরুদ্ধে।

এ ঘটনার খবর প্রকাশ্যে আসার আগেই শাসক সি পি আই (এম) তাদের সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিলো। বামফ্রন্ট তথা সি পি আই (এম) কেরল ও পশ্চিমবঙ্গে তাদের ক্ষমতা হারিয়ে ত্রিপুরা রাজ্যে কোনো মতে টিকে আছে। এ অবস্থায় কোনো ঝুঁকি নিতে রাজি নয় দলের ত্রিপুরা ও কেন্দ্রীয় নেতৃত্ব।

বিরোধী রাজনৈতিক দলগুলো যাতে কোনো ইস্যু সৃষ্টি করতে না পারে, সেজন্য সি পি আই (এম) তড়িঘড়ি করে এ সিদ্ধান্ত নিয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

বাংলাদেশ সময়: ১০২৪ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।