ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিম ত্রিপুরার ডিএম অফিসে ভোট গণনা সংক্রান্ত বৈঠক

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পশ্চিম ত্রিপুরার ডিএম অফিসে ভোট গণনা সংক্রান্ত বৈঠক

আগরতলা: আগরতলা পুরনিগমসহ ত্রিপুরা রাজ্যের কয়েকটি পুরপরিষদ ও নগর পঞ্চায়েতের ভোটের ফল প্রকাশিত হবে শনিবার।

ভোট গণনা ও ভোটের ফল প্রকাশ নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



বৈঠকে সভাপতিত্ব করেন জেলা শাসক মিলিন্দ রামটেক। অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ, জেলার অন্তর্গত সদর
মহকুমা, জিরানীয়া মহকুমা ও মোহনপুর মহকুমার তিনজন মহকুমা শাসক, বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জেলা শাসক মিলিন্দ রামটেক ভোটের গণনা পর্বকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন
করতে সবার সহযোগিতা চান। পাশাপাশি গণনা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতামতও জানতে চান।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।