ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার নির্বাচনে বামদের জয় জয়কার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ত্রিপুরার নির্বাচনে বামদের জয় জয়কার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগরতলা পুরনিগমসহ ত্রিপুরা রাজ্যের ১২টি পুরপরিষদ ও ৬টি নগর পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) প্রকাশিত ফলে আগরতলা পুরনিগমের মোট ৪৯টি আসনের ৪৫টি আসনই গেছে বামফ্রন্টের দখলে।

কংগ্রেসের দখলে যায় মাত্র চারটি আসন।

অপরদিকে রাজ্যের পুর ও নগর নির্বাচনে বিজেপি প্রথমবার সবক’টি আসনে প্রার্থী দিয়ে ভোটারদের কাছ থেকে ভালোই সাড়া পেয়েছে। দলটি অনেক আসনেই কংগ্রেসকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।

আগরতলা পুরনিগমে বিজেপি কোনো আসনে জয়ী হতে না পারলেও রাজ্যের উত্তর জেলার ধর্মনগর পুরপরিষদের ২৩টি আসনের মধ্যে দু’টিতে জিতেছে। ২১টিতে জয়ী হয়েছে বামফ্রন্ট। পাশাপাশি ঊনকোটি জেলার কুমারঘাট পুরপরিষদেও দু’টি আসন পায় বিজেপি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।