ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

শিশু ধর্ষণের অভিযোগে বিএসএফ জওয়ান গ্রেফতার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
শিশু ধর্ষণের অভিযোগে বিএসএফ জওয়ান গ্রেফতার

আগরতলা (ত্রিপুরা) : এবার বিএসএফ জওয়ানের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক উপজাতি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো।

ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার সাব্রুমের বৈষ্ণবপুর গ্রামের চতু্র্থ শ্রেণির ওই ছাত্রী শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএসএফ ক্যাম্পের পাশে স্কুলের প্রজেক্টের জন্য গাছের পাতা সংগ্রহে যায়।

তখন ওই বিএসএফ জওয়ান তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার।

এ বিষয়ে শনিবার রাতেই নাবালিকার পরিবারের পক্ষ থেকে সাব্রুম থানায় অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছে। পাশাপাশি মেয়েটির শারীরিক পরীক্ষাও করানো হয় বলে বাংলানিউজকে জানান সাব্রুম থানার ওসি  সঞ্জিত সেন।

তিনি  আরো জানান, রোববার (১৩ ডিসেম্বর) অভিযুক্ত জওয়ানের টিআই প্যারেড হবে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।