ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলায় হচ্ছে পাসপোর্ট আঞ্চলিক সেবা কেন্দ্র

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আগরতলায় হচ্ছে পাসপোর্ট আঞ্চলিক সেবা কেন্দ্র ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): কলকাতার পর এবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলায় আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্র চালু করছে ভারত সরকার।

এরইমধ্যে রাজধানীর কাঁশারীপট্টি এলাকার একটি বহুতল ভবনে কার্যালয় স্থাপনের জন্য কাঠামো নির্মাণ করা হয়েছে।



সোমবার (১৪ ডিসেম্বর) পাসপোর্ট সেবা কেন্দ্রের পরিচালক অনিল কুমার চৌবের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল দিল্লি থেকে আগরতলা যান।

এ সময় নির্মাণাধীন পাসপোর্ট সেবা কেন্দ্রের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা।

পরিদর্শন কালে কুমার চৌবে সাংবাদিকদের জানান, ডিসেম্বরের শেষ সপ্তাহ কিংবা ২০১৬ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আগরতলার পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু করা হবে।

কেন্দ্র উদ্বোধনের সময় দিল্লি থেকে পদস্থ ব্যক্তি উপস্থিত থাকবেন বলে জানান তিনি। তবে কে আসছেন তার নাম

সম্প্রতি ভারতে হাতে লেখা পাসপোর্ট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ।

এ প্রসঙ্গে অনিল কুমার চৌবে বলেন, বিশ্বের বিভিন্ন দেশ এখন হাতে লেখা পাসপোর্ট বাতিল করেছে। তাই ভারতীয় নাগরিককে যাতে হাতে লেখা পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়, সেজন্য এ উদ্যোগ নেওয়া হেয়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, আগরতলায় আঞ্চলিক পাসপোর্ট সেবা কেন্দ্রটি চালু হলে ত্রিপুরার লোকজন উপকৃত হবেন। তাদের আর দীর্ঘ পথ পাড়ি দিয়ে পাসপোর্টের জন্য কলকাতায় যেতে  হবে না।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।