ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মুখ্যমন্ত্রীর সঙ্গে জমিয়ত উলামায়ে প্রতিনিধিদের সাক্ষাৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
মুখ্যমন্ত্রীর সঙ্গে জমিয়ত উলামায়ে প্রতিনিধিদের সাক্ষাৎ

আগরতলা: ত্রিপুরা রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ত্রিপুরা জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল।

বুধবার (১৬ ডিসেম্বর) মহাকরণে গিয়ে ১০ সদস্যের এক প্রতিনিধি দল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎ করেন।



এসময় মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষার ১১দফা দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দেন তারা।

প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি মুফতি তৈয়ীবু রহমান।

সাক্ষাৎ শেষে তৈয়ীবু রহমান জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন খোঁজ-খবর শেষে এক মাস পরে ১১দফা দাবি প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।