ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিজয় দিবস উদযাপন করলো ভারতীয় সেনাবাহিনীও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
বিজয় দিবস উদযাপন করলো ভারতীয় সেনাবাহিনীও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে উদযাপন করা হলো মহান বিজয় দিবস।

বুধবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী কেশরী নাথ ত্রিপাঠি।



বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম, সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল, প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বারসহ ৩০ জন মুক্তিযোদ্ধা এবং তাদের স্বজনরা।

কলকাতার আর টি.সি.টি ময়দানে এই বিশেষ অনুষ্ঠান উপলক্ষে একটি পোলো খেলার আয়োজন করা হয়। এর আগে, স্থানীয় ফোর্ট উইলিয়াম বিজয় স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণে শ্রদ্ধা জানানো হয়েছে। উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মানে ভারতীয় সেনা দলের বিশেষ প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালে যুদ্ধে শহীদ ভারতীয় সেনা জাওয়ান ‘পরমবীর চক্র’ প্রাপ্ত নায়েক অ্যালবার্ট এক্কার স্ত্রী শ্রীমতী বলমদীন এক্কা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
ভিএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।