ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আগরতলা পুরনিগমের মেয়র হচ্ছেন ড. প্রফুল্লজীৎ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আগরতলা পুরনিগমের মেয়র হচ্ছেন ড. প্রফুল্লজীৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ক’দিন আগে ত্রিপুরার আগরতলা পুর-নিগমসহ অন্য পুর-পরিষদ ও নগর-পঞ্চায়েতের নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য থেকে মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসন মনোনয়নের প্রস্তুতি চলছে।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আগরতলা পুরনিগমের মেয়র ও ডেপুটি মেয়রসহ অন্য পুরপরিষদের ও নগর পঞ্চায়েতের চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের নামের তালিকা প্রকাশ করা হয়।

সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর এই নামের তালিকা সাংবাদিকদের জানান।

আগরতলা পুরনিগমে মেয়র হচ্ছেন ড. প্রফুল্লজীৎ সিনহা, ডেপুটি মেয়র সমর চক্রবর্তী। তারা দু’জনেই আগরতলা পুর-নিগমের পূর্ববর্তী সময়েও একই দায়িত্বে ছিলেন।

এদিনের সাংবাদিক সম্মেলনে সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর ছাড়াও ছিলেন দলের রাজ্য কমিটির মুখপাত্র গৌতম দাসও।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।