ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝটিকা সফরে কলকাতায় শাহরুখ-কাজল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ঝটিকা সফরে কলকাতায় শাহরুখ-কাজল

কলকাতা: তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন, তিনি শাহরুখ খান, কলকাতার ‘খান দাদা’।

এক ঝটিকা সফরে মঙ্গলবার (২২ ডিসেম্বর) কলকাতা ঘুরে গেলেন শাহরুখ খান এবং কাজল।

উদ্দেশ্য ‘দিলওয়ালে’ ছবির প্রচার। এই উপলক্ষে কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবে হাজির হয়েছিলেন দুই তারকা।

শুধু হাজির হওয়া নয়, সেখানে ভক্তদের সঙ্গে শাহরুখ এবং কাজল  নাচলেন, গাইলেন, সেলফি তুললেন এবং সিনেমার ডায়লগ শোনালেন। অনুষ্ঠানে হাজির ছিলেন হাজার হাজার শাহরুখ ভক্ত। তাদের উৎসাহ ছিল তুঙ্গে।

এবিপি গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি তুলে দেওয়া হয় শাহরুখ এবং কাজলের হাতে। শাহরুখ বলেন, কলকাতা তার প্রিয় শহর. তিনি আরও বলেন, “ এখানে আমাকে খান দাদা বলা হয়” চলচ্চিত্র রিলিজ হলে তিনি একবার অন্তত এই শহরে আসেন।

ইতিমধ্যেই ১০০ কোটি রুপির ব্যবসা করে নিয়েছে ‘দিলওয়ালে’। মনে করা হচ্ছে উৎসবের মৌসুমে ভারতীয় চলচ্চিত্র সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে এই চলচ্চিত্র।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ভিএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।