ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতা মেট্রো রেলে ওয়াই ফাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
কলকাতা মেট্রো রেলে ওয়াই ফাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: কয়েক দিনের মধ্যেই কলকাতা মেট্রো রেলের সব স্টেশনে চালু হচ্ছে ফ্রি ওয়াই ফাই সেবা।

বুধবার (২৩ ডিসেম্বর) কলকাতার মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এ কে কাপুর  বাংলানিউজকে এ তথ্য জানান।


 
তিনি জানান, আগামী বছরের ৩১ মার্চের মধ্যে কলকাতা মেট্রো রেলের মাটির নীচে এবং উপরে সবকটি স্টেশনে ফ্রি ওয়াই ফাই সেবা হবে।

ফলে মেট্রো যাত্রীরা ট্রেনে বসে ইন্টারেট ব্যবহারে সুবিধা পাবেন বলে জানান এ কে কাপুর।

এর আগে কলকাতা মেট্রোর তিনটি স্টেশনে ওয়াই ফাই পরিষেবা চালু করে কর্তৃপক্ষ। চালু হয়েছে কলকাতার বিভিন্ন এলাকায় বিনামূল্যে ওয়াই ফাই সেবা চালু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা,২৩ ডিসেম্বর , ২০১৫
ভিএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।