ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বড়দিনের আগের রাতে উৎসবে উষ্ণ কলকাতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
বড়দিনের আগের রাতে উৎসবে উষ্ণ কলকাতা পার্ক স্ট্রিট

কলকাতা: কনকনে ঠাণ্ডা আর কুয়াশার মধ্যেই বড়দিনের আগের রাতে মেতে উঠেছে কলকাতা। শীতের মধ্যে উৎসবের উষ্ণ আমেজ পাওয়া যাচ্ছে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট, সেন্ট পলস ক্যাথিড্রাল, বো ব্যারাকস থেকে কলকাতার আনাচে কানাচে।



নানা রঙের আলো, সাজানো ক্রিসমাস ট্রি, রেস্টুরেন্টগুলোর সামনে উপচে পড়া ভিড় জানান দিচ্ছে উৎসবের আমেজ। প্রাক বড়দিনে বিশেষ প্রার্থনারও আয়োজন করা হয়েছে কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে।

সেজে উঠেছে কলকাতার অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বলে খ্যাত বো ব্যারাকস। তবে গোটা এলাকাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে। গোটা কলকাতা জুড়ে বিশেষ পুলিশ নজরদারি চলছে।

বড়দিনের আগের রাতেই পথে মানুষের ঢল নেমেছে। উৎসবে মেতেছে সমস্ত ধর্মের মানুষ। প্রাক বড়দিনের কলকাতা পরিণত হয়েছে কার্নিভালের শহরে।

বাংলাদেশ সময়: ০৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ভি.এস/এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।