ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চলছে ২০তম আগরতলা চলচ্চিত্র উৎসব

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
চলছে ২০তম আগরতলা চলচ্চিত্র উৎসব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: শুরু হয়েছে ২০তম আগরতলা চলচ্চিত্র উৎসব। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয় এ উৎসবের।

উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ সময় অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গাজী রাকায়েত।

মানিক সরকার বলেন, এখন সিনেমা হল ঘরে ঢুকে গেছে। ঘরে বসে, শুয়ে নিজের ইচ্ছে মতো সিনেমা দেখা গেলেও চলচ্চিত্র উৎসবের মাধ্যমে নিজস্ব চিন্তা-ভাবনার সমন্বয় ঘটে।

এদিকে চলচ্চিত্র উৎসবে গাজী রাকায়েতকে সংবর্ধনা দেওয়া হয়।

উৎসবের প্রথম দিন গাজী রাকায়েতের মৃত্তিকা মায়া ছবিটি প্রদর্শিত হয়। এবছর উৎসবে মোট ২৩টি দেশি-বিদেশি ছবি দেখানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।