আগরতলা: ত্রিপুরা রাজ্যজুড়ে পালিত হচ্ছে ভারতের মহান বিপ্লবী বীর নেতাজী সুভাষ চন্দ্র বসু’র ১২০তম জন্ম জয়ন্তী।
শনিবার (২৩ জানুয়ারি) সমগ্র ভারতজুড়ে পালিত হচ্ছে দিবসটি।
নেতাজীর জন্ম জয়ন্তীতে সকালে আগরতলার রাজপথে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সকাল সোয়া নয়টায় নেতাজী সুভাষ বিদ্যা নিকেতন মাঠে এই শোভাযাত্রার সূচনা করেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী।
শোভাযাত্রাটি স্কুল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে আবার নেতাজী সুভাষ বিদ্যা নিকেতনের মাঠে এসে শেষ হয়। এতে শহরের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেন।
আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি মহুকুমাতেও দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হওয়ার পাশাপাশি বহু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
বিএস