কলকাতা: ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার (২৫ জানুয়ারি) এক নতুন মাধ্যমের সাহায্যে ভারতীয় সেনা বাহিনীকে সম্মান জানালেন ‘শর্ট ফিল্ম’ পরিচালক রেহান প্যাটেল।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) ভারতের ৬৭তম প্রজাতন্ত্র দিবস।
ফিল্মের পরিচালক রেহান প্যাটেলের ৩ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওতে মাত্র তিনজন অভিনেতার অভিনয়য়ের মাধ্যমে তুলে ধরলেন এক গভীর বার্তা।
রেহান প্যাটেল বলেন, যখন গোটা দেশ ঘুমিয়ে থাকে, তখন রাত জেগে থাকা সেনারা, যখন কোথাও বন্যা হয় সেখানে উদ্ধার করতে যান, যখন কোথাও দেশের মানুষ আক্রান্ত হয়, তখন নিজেরদের প্রাণের ভয় না করা তাদের সাহায্যে এগিয়ে যান সেনারা। সেনারা আদৌ কি তাদের প্রাপ্য সম্মানটুকু পান?
তিনি আরও বলেন, ক’জনই বা খোঁজ রাখেন শহীদ হওয়া সেনা সদস্যদের পরিবারের।
‘ইন্ডিয়ান আর্মি-অনার দেয়ার স্যাক্রিফাইস’ নামের ৩ মিনিট ১৬ সেকেন্ডের এ ছবি ইউটিউবে প্রকাশ হওয়ার পরই গোটা ভারত জুড়ে সাড়া পড়েছে।
চলচ্চিত্রটি দেখতে ক্লিক করুন-https://www.youtube.com/watch?time_continue=189&v=-M10wjEiinQ
বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৬
ওএইচ/