ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় মন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা, গ্রেফতার ১

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
ত্রিপুরায় মন্ত্রীর ওপর আক্রমণের চেষ্টা, গ্রেফতার ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী মানিক দে’র ওপর আক্রমণের চেষ্টার অভিযোগে সমীর দেবনাথ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ মাধ্যমকে বিষয়টি জানান পশ্চিম জেলার পুলিশ সুপার বিজয় নাগ।



গ্রেফতার সমীর দেবনাথের বাড়ি ত্রিপুরার রাণীর বাজার এলাকায়।

পুলিশ সুপার বিজয় নাগ জানান, রোববার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয় দশরথ দেব স্মৃতি ভবনে মানিক দে’র সঙ্গে দেখা করতে যান সমীর দেবনাথ। এ সময় তিনি ভেতরে প্রবেশ করে মন্ত্রীকে চেয়ার তুলে আঘাত করার চেষ্টা করলে অফিসে উপস্থিত লোকজন তাকে ধরে পুলিশে খবর দেন।

পরে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় পশ্চিম আগরতলা থানা পুলিশ। সোমবার( ২৯ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায় ও সাত দিনের রিমান্ডের আবেদন জানায়।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএইচএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।