ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরার বাজেট অধিবেশন ১৮ মার্চ

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
ত্রিপুরার বাজেট অধিবেশন ১৮ মার্চ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বিধানসভায় ২০১৬-১৭ অর্থবছরে ত্রিপুরা রাজ্যের বাজেট অধিবেশন শুরু হচ্ছে ১৮ মার্চ থেকে।

মঙ্গলবার (১ মার্চ) ত্রিপুরা মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে রাজ্য শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তী সংবাদ মাধ্যমকে এ কথা জানান।

এ অধিবেশন এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। তবে ঠিক কতদিন চলবে তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

তিনি জানান, বিধানসভার অ্যাডভাইসারি কমিটি (বিএসি) বৈঠকে বসে সিধান্ত নেবে এ বিষয়ে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।