ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সংবাদ সম্মেলন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
সিপিআই (এম)-এর ত্রিপুরা রাজ্য কমিটির সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি।

সোমবার (৭ই মার্চ) বিকেলে আগরতলার মেলার মাঠের দশরথ দেব স্মৃতি ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানান দলের রাজ্য সম্পাদক বিজন ধর।

তিনি জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গের হাওড়ায় দলের যে সাংগঠনিক প্লেনাম হয়েছে, তাতে গৃহীত সিদ্ধান্তের ব্যাপারে আলোচনা হয়েছে এ বৈঠকে।

তিনি আরো জানান, আগামী ১২ ও ১৩ মার্চ সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটি এক বর্ধিত সভার আয়োজন করেছে। প্লেনামে গৃহীত সিদ্ধান্তগুলো কিভাবে কার্যকর করা যায়, সে ব্যাপারে ওই সভায় আলোচনা হবে।

বিজন ধর জানান, এ বছর সিপিআই (এম)-এর প্রয়াত সাধারণ সম্পাদক হরকিষাণ সিং সুরজীৎ-এর জন্মশত বার্ষিকী। এ উপলক্ষে দলের ত্রিপুরা রাজ্য কমিটি ১৫ মার্চ এক সভার আয়োজন করছে। এই সভায় উপস্থিত থাকবেন দলের পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।