ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ন্যায্য মূল্যের দোকানে বাড়ছে চিনির দাম

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ত্রিপুরায় ন্যায্য মূল্যের দোকানে বাড়ছে চিনির দাম মানিক দে

আগরতলা: ত্রিপুরার রাজ্য সরকার ন্যায্য মূল্যের দোকানে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (০৮ মার্চ) ত্রিপুরার মন্ত্রী সভার বৈঠকে চিনির দাম বাড়ানোর এ সিদ্ধান্ত হয়।



১ এপ্রিল থেকে বর্ধিত এ দাম কার্যকর হবে বলে জানানো হয়। এ দাম এক লাফে কেজি প্রতি ৪রুপি বাড়ানো হচ্ছে। রেশন দোকানে এখন প্রতি কেজি চিনির দাম ১৬ রুপি। নতুন দামে তা বেড়ে দাঁড়াবে ২২ রুপি প্রতি কেজি।

মন্ত্রীসভার বৈঠক শেষে খাদ্য ও জন সংযোগ দপ্তরের মন্ত্রী মানিক দে সংবাদ মাধ্যমকে জানান, খোলা বাজারে চিনির দাম বাড়ায় সরকার রেশন দোকানেও তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ্য সরকারের সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেবে বলে মত অভিজ্ঞ মহলের।

বাংলাদেশ সময়: ০৯০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।