ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশ হয়ে জ্বালানি তেল আমদানির অনুরোধ ত্রিপুরার

সুদীপ চন্দ্র নাথ, আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বাংলাদেশ হয়ে জ্বালানি তেল আমদানির অনুরোধ ত্রিপুরার

আগরতলা: বাংলাদেশের ওপর দিয়ে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে জ্বালানি তেল আমদানি করার জন্য অনুরোধ জানিয়েছে ত্রিপুরা সরকার।

ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এ অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা সরকারের খাদ্য ও জনসংভরণমন্ত্রী মানিক দে।

এতে সময় ও খরচ উভয়ই বাঁচবে।

বুধবার (২৩ মার্চ) বিধানসভা অধিবেশনে এ তথ্য জানানো হয়।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে গৌহাটি হয়ে আগরতলার দূরত্ব প্রায় ২ হাজার ৩৭৬ কিলোমিটার। অন্যদিকে পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশ হয়ে আগরতলার দূরত্ব প্রায় ৬শ’ কিলোমিটার।

এ প্রস্তাব কার্যকর হলে ত্রিপুরার জনগণ এর সুফল ভোগ করতে পারবেন বলেও জানান মন্ত্রী মানিক দে।

বাংলাদেশ সময়:  ০৯৫৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬।
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।