ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ৩ দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু ১৬ মে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ১৪, ২০১৬
ত্রিপুরায় ৩ দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু ১৬ মে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: আগামী ১৬ থেকে ১৮ মে ত্রিপুরার বিশালগড়ে অনুষ্ঠিত হবে সিপাহীজলা জেলা ভিত্তিক স্বাস্থ্য মেলা।

সোমবার (১৬ মে) বিকেলে বিশালগড় টাউন গার্লস স্কুল মাঠে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরা সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সহিদ চৌধুরী।

 

স্বাস্থ্য মেলায় প্রতিদিন থাকবে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। সেই সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার(১৮ মে) মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি ফকর উদ্দিন আহমেদ।  

ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তর এবং ভারত সরকারের জাতীয় স্বাস্থ্য মিশনের যৌথ উদ্যোগে হবে এই মেলা।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ১৪, ২০১৬ 
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।