ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

২৭ মে শপথ নেবে পশ্চিমবঙ্গ সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মে ১৯, ২০১৬
২৭ মে শপথ নেবে পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: আগামী ২৭ মে (শুক্রবার) শপথ নিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের নতুন সরকার। সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

এ সময় তার সঙ্গে ছিলেন ডেরেক ও ব্রায়েন, মুকুল রায়, অভিনেতা দেব, চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেতা রুদ্রনীল।

এ জয়কে পশ্চিমবঙ্গের মানুষের জন্য উৎসর্গ করে ‘দিদি’ বলেন, নিরঙ্কুশ এ জয় কুৎসা ও অপপ্রচারে বিরুদ্ধে মানুষের রায়। দিল্লীর সন্ত্রাসের বিরুদ্ধে এ রায়। তিনি মনে করিয়ে দেন, ৪৯ বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গে এক দলের সরকার এলো।

বিজয় উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে উল্লেখ করে মমতা বলেন, এবার লক্ষ্য ত্রিপুরা।

তিনি আরও বলেন, জোটের ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিপিএম’র।

এদিকে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। এলাকায় এলাকায় চলছে আবির খেলা ও মিষ্টি বিতরণ।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৯ মে, ২০১৬
ভি.এস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।