ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বর্ষণে ত্রিপুরায় বন্যার কবলে এক হাজার ৭৫টি পরিবার

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
বর্ষণে ত্রিপুরায় বন্যার কবলে এক হাজার ৭৫টি পরিবার ছবি- বাংলানিউজটোয়েন্টিফোর

আগরতলা: তিন দিনের প্রবল বর্ষণে ত্রিপুরার সিপাহীজলা জেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এতে জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার মোট এক হাজার ৭৫টি পরিবার বন্যার কবলে পড়েছে।

বন্যার পানিতে সোমবার (১৮ জুলাই) চড়িলাম এলাকায় ৪৪ নম্বর জাতীয় সড়কের একাধিক স্থান জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সিপাহীজলা জেলাসহ গোমতী ও দক্ষিণ জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় সমস্যা হচ্ছে।

এখন পর্যন্ত বন্যার কারণে জেলার বিশালগড়, চড়িলাম ও দুর্লভনারায়ন এলাকায় ৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। শিবিরগুলোতে আশ্রয় নিয়েছেন একশ’র বেশি পরিবারের মানুষ। বন্যায় জলমগ্ন হয়েছে বিশালগড় বাজারের একটি বড় অংশ। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা।

সিপাহীজলা জেলা প্রশাসন ইতিমধ্যে ত্রাণ কাজ শুরু করেছে ও বন্যা পরিস্থিতির উপর নজর রাখছে। তবে সঠিকভাবে প্রশাসনিক সাহায্য না পাওয়ার অভিযোগ আসছে বন্যাকবলিত অনেক এলাকা থেকে।

বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে জানিয়েছেন জেলার মানুষ। পাশাপাশি বন্যার সৃষ্টি হতে পারে রাজ্যের অন্য জেলাতেও।  

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।