ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা করলো বিএসএফ সদস্য

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে হত্যা করলো বিএসএফ সদস্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা: ত্রিপুরার সোনামুড়া সীমান্ত এলাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে গুলি করে হত্যা করলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ’র) এক সদস্য।

মায়া খাতুন নামের ওই গৃহবধূ হত্যার ঘটনায় বর্তমান এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মায়া খাতুন সিপাহীজলা জেলার ধনপুর বাশপুকুর এলাকার বিল্লাল মিঞার স্ত্রী।

বিল্লাল মিঞা অভিযোগ করে বলেন, বাড়ির লোকের অনুপস্থিতিতে বিএসএফ’র ১৪৫ নম্বর ব্যাটালিয়ানের জওয়ান রাম পাল তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে গুলি করে হত্যা করে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বিএসএফ’র সীমান্তে টহল দেওয়ার চারটি চৌকি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিপাহীজলা জেলার পুলিশ সুপার (এসপি) প্রদীপ দে, এসডিপিসহ পুলিশের বিশাল বাহিনী।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
জিসিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।